Title
সার্বজনীন শ্রীশ্রী দুর্গা বাড়ী, রাজনগর চা বাগান
Address
রাজনগর চা বাগান, টেংরা, রাজনগর,মৌলভীবাজার।
History
<p>এই মন্দিরটি টেংরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড রাজনগর চা বাগানে অবস্থিত। এই মন্দিরে প্রতি বৎসর দুর্গাপুজা, কালীপুজা, স্বরস্বতী পুজা, বিষ্ণু পুজা, শিব পুজাসহ সকল পুজার্চ্চনা করা হয়। বাগান কর্তৃপক্ষ, বাগান পঞ্চয়েত এবং অত্র বগানের সকল বাসিন্দারা মিলে এই মন্দিরে পুজার্চ্চনা করে থাকেন। প্রচুর লোকের সমাগম ঘঠে এই মন্দিরে।</p>