এটি প্রায় ১০.০২ একর জুড়ে এর অবস্থান। এই দিঘীর নাম দেওয়ান দিঘী।এই দিঘীর পাড়ে প্রতি বৎসরে চড়ক পুজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই পুজা উপলক্ষে অনেক লোকের সমাগম ঘটে। একটি শিব মন্দিরও রয়েছে এই দিঘীর পাড়ে সেখানে প্রতি এবং প্রত্যেক পুজা অনুষ্ঠিত হয়। অনেক লোকের সমাগম ঘটে এই মন্দিরে। এই দিঘীতে মাছ চাষ করে ইজারাদাররা প্রচুর মুনাফা অর্জন করে। চর্তুরদিকে ঘরবাড়ী লোকারন্য, সবাই স্নান করে এই দিঘীতে। এমন সুন্দর এবং এমন দর্শনীয় স্থান এর কাছে না গেলে বুঝা যায় না। এই দিঘীর পাড় ঘেসে তারাপাশা রাস্তা, একামধু গ্রামের রাস্তা, এবং কুলাউড়া মৌলভীবাজার রাস্তা অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS