Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
টেংরা ইউনিয়ন পরিষদ ভবন
Details

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন অবস্থিত ৬নং টেংরা ইউনিয়ন ।প্রাচীনকালে 'টেঙ্গু' নামে এক রাজা ছিলেন। সবাই তাকে টেঙ্গু রাজা বলে জানত, তিনি খুবই ভালো ছিলেন। সবার জন্য তিনি কিছু না কিছু করতেন- কেউ উনার কাছে গেলে খালি হাতে ফিরতো না। উনাকে সবাই খুবই ভালবাসতো । হঠাৎ উনি মারা যান উনি মারা যাওয়ার পর উনার স্মৃতিকে ধরে রাখবার জন্য এই জায়গার নাম রাখা হয় টেঙ্গু থেকে টেংরা। এই থেকে টেংরা নামের উৎপত্তি বা সুচনা ঘটে বলে জনশ্রুতি আছে।  

 

তারই ধারাবাহিকতায় ১৯৬০ সালে ৬নং টেংরা ইউনিয়ন পরিষদ স্থাপিত হয়। তখন  প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তখন প্রথম চেয়ারম্যান হিসাবে নির্বাচীত হন আব্দুল লতিপ মিয়া সাহেব।এক চেয়ারম্যানের মেয়াদ ৫ বৎসর নির্ধারন করা হয়।৩১ গ্রামের সমন্বয়ে এবং ৯টি ওয়ার্ড তার মধ্যে ৩জন মহিলা সদস্যা এবং ৯জন মেম্বার বা সদস্য মিলে একটি পরিষদ গঠিত হয়ে খাকে। সবুজ শ্যামলে ভরা এই ইউনিয়নের মধ্যে রয়েছেন দেশ স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধার স্মুতি, ৪টি চা বাগান, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, মাদ্রাসা, কেজি স্কুল, দিঘী, মসজিদ, মন্দির মাজার ইত্যাদিতে ভরপুর এই ৬নং নং টেংরা ইউনিয়ন।