অনেক আগে এখানে ছোট্ট একটি ফিসারী ছিল, সেই ফিসারী থেকে আজ বিশাল ফিসারীতেরুপান্তরীত হয়েছে, বাগান ব্যবস্থাপক ধীরে ধীরে ফিসারীটি খনন এবং মাছচাষের জন্য বিশাল আকার ধারন করেছে এবং এর সুন্দরের জন্য এখানে একটি ফিসারীবাংলো রয়েছে বর্তমানে তা একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। এইলেইকের চর্তুরদিকে রাবার বাগান রয়েছে, রয়েছ লোকবসতি। চারিদিকে মনোরমদৃশ্য দেখলে আর চোখ ফিরানো যায় না। মনে হয় এখানে যদি একটি বাড়ী করতেপারি। তাহলে অনেক সুন্দর হতো। অবস্থিত বাংলোর চারিদিকে রয়েছে দেশি বিদেশীবিভিন্ন জাতের ফুল। রয়েছে একটি খেলার মাটও। রাবার বাগান থেকে প্রচুরমুনাফা অর্জন করে বাগান মালিক, এবং উক্ত লেইককে মাছ চাষেও তারা সমানপারদর্শী। প্রতিদিন অনেক দর্শনার্থী যায় একবার চোখে দেখতে এই লেইক। অনেকেযায় সেখানে বন্ধুবান্ধন নিয়ে পিকনিক করতে। বাগান ব্যবস্থাপক এই লেইকেরসুন্দরয্য ধরে রাখার জন্য নানা কর্মসুচী গ্রহন করেছে। যাই হোক এই লেইক এমনএক পরিবেশে সৃষ্টি হয়েছে যার সৌদ্ধয্য সে নিজেই।এবং চোখে দেখার মতো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS