এই চা বাগান টি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন ০৬নং টেংরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে রাজনগর চা বাগান, এই বাগানে প্রচুর পরিমানে চা চাষ করে থাকেন তারপাশাপাশী মাছ চাষ, রাবার চাষ করা হয়। প্রতি দিন সকাল বেলা শ্রমিকেরা চা পাতা উত্তোলন করতে নম্বরে যায়, বিকাল বেলা তারা আবার নিজ বাড়ীতে ফিরে আসে। তাদের প্রচুর পরিশ্রমের ফলে বাগান কতৃপক্ষ অনেক মুনাফা অর্জন করে থাকেন।। চা পাতা উত্তোলনের দৃশ্য আমাদের সকলের মন কেড়ে নেয় এক অপরুপ দৃশ্য বাগান ফিসারীতে বিকাল এবং সকাল বেলা প্রচুর অতিথি পাখিল আগমন ঘটে, তাদের কিচির মিচির শব্দে মন ভরে যায়। তারপর রাবার চাষ প্রতিদিন সকাল বেলা শ্রমিকেরা গাছ থেকে রাবারের কস সংগ্রহ করে থাকে। গাছের মধ্য থেকে কস সংগ্রহ করার দৃশ্য দেখে প্রান জুড়ায় সকলের। সব মিলিয়ে এক মনোরম পরিবেশ এই চা বাগানটি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS