প্রতি মাসের ২৬ তারিখে টেংরা ইউপি এর মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক সভায় উপস্থিত থাকেন পরিষদের চেয়ারম্যান, সকল সদস্য/সদস্যা এবং ইউপি সচিব, সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মহোদয়।
২৬/৮/২০১৫ইং তারিখের সভায় টেংরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হইলে পর নিম্ন লিখিত সিন্ধান্তগুলো সভায় উপস্থাপিত হয়।
সিন্ধান্তসমুহঃ
১. টেংরা ইউপি এর ১,২ ও ৩ নং ওয়ার্ডে নলকুপ স্থাপন।
২. টেংরা ইউপি এর ৪,৫ ও ৬নং ওয়ার্ডে নলকুপ স্থাপন।
৩. টেংরা ইউপি এর ৭,৮,ও ৯নং ওয়ার্ডে নলকুপ স্থাপন।
৪. ফুলকুড়ি কেজি স্কুল এর সামনের রাস্তা ইট সলিং।
৫. টেংরা সার্বজনীন দুর্গা বাড়ীর রাস্তা ইট সলিং।
৬. রাজনগর চা বাগান এর কলটিলায় সিড়ি নির্মান।
৭. কোনাগাও বাজারে ইট সলিং
৮. চাউরুলী প্রাথমিক বিদ্যালয় এর সিড়ি নির্মান।
৯. কাছাড়ী ময়না মিয়ার বাড়ীর সামনের রাস্তায় ইউ ড্রেন নির্মান।
১০. টেংরা ইউনিয়নের বিভিন্ন স্থানে রিং টয়লেট সরবরাহ।
১১. টেংরা ইউপি এর বিভিন্ন স্থানে পাইপ সরবরাহ।
১২. পুর্ব ইলাশপুর জালাই ছড়ায় ইউ ড্রেন নির্মান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস