৬নং টেংরা ইউনিয়ন অবস্থিত এই মাজার, মাজারের পাশ দিয়ে বয়ে গেছে আখালী ছড়া। অনেক প্রাচীনকালে থেকেই এই মাজারটি অনেক মানুষের এবাদতের স্থান করে নিয়েছে। এখানে এখন অনেক দুর থেকেও মানুষজন আসে। প্রতি বৎসর এখানে উরুস পালন করা হয় (২২শে ফাল্গুন) মানুষের সহায়তায় দিনে দিনে মাজারটি কাজ আজ অনেক উন্নতীর দিকে। বিভিন্ন জায়গার লোকজন এই মাজার পরিচালনার দায়িত্বে আছেন। এই মাজারের ভিতরে একটি পুকুর রয়েছে সেখানে বড় বড় সোল মাছ রয়েছে। মাজারের নিজস্ব জায়গায় দোকান কোটা তৈরী করে ভাড়া দিয়ে সামান্য মুনাফা অর্জন করে থাকে মাজার কমিটি । সব মিলিয়ে এই স্থানটি একটি বিখ্যাত মাজার হিসাবে পরিচিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস