ইতিহাস
<p>সর্দারশাহ মাজার ও মসজিদ এই মসজিদটি অত্র অঞ্চলের মধ্যে সর্ব বৃহত মসজিদ। প্রতি দিনের ৫ওয়াক্ত নামাজসহ প্রতি শুক্রবারে এখানে হাজারো মুসল্লিরা এসে নামাজ আদায় করেন। বাৎসরিক উরুস মোবাকর অনুষ্ঠিত হয় এই মাজার ও মসজিদ প্রাঙ্গনে। অনেক দুর দুরান্ত থেকে আগত অনেক মুসল্লিরা এখানে সিন্নি বিতরন করেন। এখানে রয়েছে একটি পুকুর সেখানে বড় বড় গজার মাছ ভেসে বেড়ায় তা দেখতে অনেক লোকের ভিড় জমে।</p>