এরা চা শ্রমিক। বাগানে পাতা তোলা তাদের কাজ। এই কাজ তারা সকাল ৭ ঘটিকার সময় আসে আর বিকাল ৪ ঘটিকার সময় যায়।এদের পরিম্রমের ফলে চা বাগান থেকে কোটি টাকা আয় হয়। তাদের মুল্য তারা দিতে জানে না। বাংলাদেশের অনেক বৈদেশিক মুদ্রা আয় হয় এই চা পাতা থেকেই আর তার কাজ এই শ্রমিকরাই করে। তাদের কষ্ট অনেক মাত্র ৫০/টাকা রোজে এই কাজ তারা করে থাকে।
ব্রিটিশ উদ্যোক্তারা ১৮৫০ সালের পর থেকে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে বাগানের চা পাতা তোলার কাজ করার জন্য এই ম্রমিকদের নিযে আসে।ভারতের বিহার,উড়িষ্যা.অন্ধ্র প্রদেশ,উত্তর প্রদেশ-নানা স্থান থেকে শ্রমিক সংগ্রহ করে বাগানগুলো গড়ে তুলে।শ্রমিকরা সেই থেকে বংশ পরম্পরায় থেকে যায় এই মাটিতে। রামদাশ,রাজভর,রবিদাশ,নাইডু -প্রভৃতি নানা গোত্রের লোক আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস