এই দৃশ্যটি টেংরা ইউনিয়ন অবস্থিত মাথিউরা চা বাগানের শ্রমিকদের চা পাতা উত্তোলনের একটি দৃশ্য, কত কষ্ট করে রোদ বৃষ্টিতে ভিজে তারা মাথার ঘাম পায়ে ফেলে দৈনিক সামান্য মজুরীতে বহু কষ্টে জীবন অতিবাহীত করতে হয়। কিন্তু তাদের কষ্টের বিনিময় অতি সামান্য। অল্প টাকার বিনিময়ে সকাল ৬টায় বাড়ী থেকে যায় পাতা উত্তোলন করতে, আর বিকাল ৫টায় আসে বাড়ীতে। কিন্তু দুর্ভাগ্য তাদের এর বিনিময় অতি সামান্য, আবার একটু কাজে যেতে বিলম্ব হলে তার ১দিনের মজুরী কেটে নেওয়া হয়। এই তাদের কষ্টের জীবন। অনেক প্রতিকুলতার মধ্যে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস