এটি টেংরা ইউপি এর ২নং ওয়ার্ড মাথিউরা চা বাগানে অবস্থিত। মৎস চাষ করে অনেক অর্থ উপার্যন করা সম্বব এখানে বিভিন্ন প্রজাতির মাছ যেমন রুই কাতলা, মৃগেল, চিতল, কার্প, তেলাপিয়া সর পুটি ইত্যাদি চাষ করা হয়, বিশাল এর এরিয়া চারপাশে ঘন চা বাগান, রাবার চাষ প্রকল্প, একটি বাগান বাংলো। প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে এই ফিসারী থেকে।
টেংরা ইউপি থেকে প্রায় ৩কি:মি: দুরে অবস্থিত এই ফিসারীটি টেংরা ইউপি থেকে সিএনজি, অটো রিক্সা অথবা ইউজি বাইকের মাধ্যমে সহজেই এই ফিসারীতে যাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস