অতি প্রাচীন কালে মনু নদী তারাপাশা রোডের ওয়াব্দা বাধের পাশে অবস্থিত ছিল কিন্তু কালক্রমে এই নদী কেটে অন্যদিকে চলে যায় ফলে তা এখন আংগাং হিসাবে পরিচিত। এখানের একজন স্থানীয় মুরব্বীর কাছ থেকে জানাযায় যে, এখানে আগে মনু নদী ছিল সেখানে একপ্রান্তে ব্রাহ্মনের ঘাট এবং আরেক প্রাপ্নে নাপিতের ঘাট ছিল। ব্রাহ্মনের ঘাটে নাকি বগবগ গাছ বাশের চাইল ইত্যাদি নাকি সেখানে মাটির নিচে এমনেই ডুকে যায়, সেখানে ডর ছিল। এরি প্রেক্ষিতে বর্তমানে আংগাং এর পাশে একটি বসতবাড়ী স্থাপিত হয় সেখানে একটি পরিবারও বাস করে। আচর্য্যের বিষয় যে, সেখানে এখন লাখোলাখো পাখি এসে জমা হয়, এবং উনার বাড়ীর সীমানার ভিতর থাকে সীমানার বাহিরে কোথাও যায় না। অনেকে আসে এর এই আর্চয্য ঘটনাবলী স্বচক্ষে দেখতে- বিভিন্ন প্রকারের সাপ, পাখি মাছ রয়েছে এই জায়গায়, কিন্তু কেউ মাছ ধরতে গেলে কোন মাছের সন্ধান পাওয়া যায় না। এর কাহিনী শুনলে শরীর শিউরে উঠে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস